অফিসার ক্যাডেট পদে পুরুষ ও নারী উভয়ের জন্য বিমানবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি
সারা দেশ থেকে (DE2016B) কোর্সে আটটি শাখায় অফিসার ক্যাডেট নেবে বাংলাদেশ বিমানবাহিনী। সম্প্রতি বিভিন্ন পত্রিকায় এই নিয়োগ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীই এতে আবেদন করতে পারবেন। এরই মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা শুরু হয়ে গেছে। যাঁরা এখনো বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করেননি, তাঁরা আগামী ২, ৪, ৯, ১১ ও ১৬ মে বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ এই পরীক্ষাকেন্দ্রে সকাল আটটায় উপস্থিত থেকে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আটটি শাখায় ক্যাডেট নেওয়া হবে। ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, অ্যাডমিন, এটিসি, এডিডব্লিউসি, শিক্ষা, লিগ্যাল ও মেটিয়রলজি শাখায়। শাখাভেদে শিক্ষাগত যোগ্যতার ভিন্নতা রয়েছে। ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি, লিগ্যাল ও মেটিয়রলজি শাখায় আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যেকোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ ২.৭৫ পেয়ে বিএসসি বা স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। আর শিক্ষা শাখার প্রার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি পাস হলেই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১ জুলাই ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি ও বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি থাকতে হবে। অন্যদিকে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৬২ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীদের ওজন হতে হবে বয়স ও উচ্চতানুযায়ী। চোখ ৬/৬ বা বিধি অনুসারে থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফের অনুকূলে ৬০০ টাকা মূল্যের মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের (অফেরতযোগ্য) বিনিময়ে প্রতি কার্যদিবসে বিমানবাহিনীর যেকোনো ঘাঁটি থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ব্যাংক ড্রাফট অবশ্যই ট্রাস্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী, সোনালী, রূপালী ও জনতা ব্যাংক শাখায় পরিশোধ করতে হবে। বিএএফ ওয়েবসাইট থেকে সংগৃহীত ফরমের ক্ষেত্রে পরীক্ষার আগে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিয়ে পরীক্ষার রোল নম্বর সংগ্রহ করতে হবে। এ ছাড়া অনলাইনেও আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে www.joinbangladeshairforce.mil.bd এই ওয়েবসাইটে লগইন করে Apply Now ট্যাবে ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের নির্ধারিত অংশ অনলাইনের মাধ্যমে পূরণ করে অনলাইন থেকে আবেদনপত্র সংগ্রহ করার পর বাকি অংশ স্বহস্তে পূরণ করে প্রাথমিক লিখিত পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে। যেসব প্রার্থী অনলাইনে আবেদন করবেন, তাঁরা আবেদনপত্রের মূল্য বাবদ টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ৬০০ টাকা জমা দিতে পারবেন। এ ছাড়া গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল গ্রাহকেরা ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিএএফ বিকাশ অ্যাকাউন্ট ০১৭৬৯৯৯০২৮৯ ব্যবহার করে আবেদনপত্রের মূল্য বাবদ ৬০০ টাকা জমা দিতে পারবেন। প্রার্থীদের স্বহস্তে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
বাংলাদেশ বিমানবাহিনীর রিক্রুটমেন্ট পরিদপ্তর সূত্রে জানা গেছে, প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রথমে ২০০ নম্বরের প্রাথমিক লিখিত পরীক্ষা, প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক লিখিত পরীক্ষায় আইকিউ ১০০ নম্বর ও ইংরেজিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।
সুযোগ-সুবিধা
বিজ্ঞপ্তি অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে ছয় মাস প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। এখানে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে ও কমিশন প্রাপ্তির পর অফিসারদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া যাবে। এ ছাড়া দেশ-বিদেশে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিমানবাহিনীর তত্ত্বাবধানে মাস্টার্স, এমফিল ও পিএইচডিসহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমন, সন্তানদের পড়াশোনা, বাসস্থান, চিকিৎসা, রেশন ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।
বিস্তারিত যোগাযোগ
নিয়োগ-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫ এই ঠিকানায়। ফোন: ৫৫০৬০০০০-১০, মোবাইল: ০১৭১৩-২৫৫০৪৬-৭, ০১৭৩০-০৪০৩১১-২ (অফিস চলাকালে)।
অফিসার ক্যাডেট পদে পুরুষ ও নারী উভয়ের জন্য বিমানবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি
Reviewed by Entertainment
on
20:05
Rating:
No comments: